শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » » আগ্রহীদের চীন থেকে ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রথম পাতা » » আগ্রহীদের চীন থেকে ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
৭৭৩০৩ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগ্রহীদের চীন থেকে ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আগ্রহীদের চীন থেকে ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশকরোনা ভাইরাস চীনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় চীন থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের জন‌্য ব‌্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ নির্দেশনার খবর জানিয়েছেন।

শাহরিয়ার আলম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন; তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।’

‘আমরা চীন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই মূল লক্ষ্য। এ বিষয়ে আজ একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে। যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের উহানে তিন থেকে চারশো বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।

বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। এ হটলাইন নম্বর হলো (৮৬)-১৭৮০১১১৬০০৫।

এর আগে গতকাল দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান মাসুদুর রহমান চীনে অবস্থান করা বাংলাদেশিদের দেশে ফেরার পরামর্শ দেন।



আর্কাইভ