সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চাকরির সংবাদ | সংগঠন সংবাদ » চাকরির আবেদন ফি কমাতে আন্দোলনের ডাক
চাকরির আবেদন ফি কমাতে আন্দোলনের ডাক
চাকরির জন্য আবেদন ফি কমানোর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথমে আন্দোলনের ডাক দেন। পরে অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
সাধারণ চাকরিপ্রার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, ‘অনেক চাকরির আবেদনে দেড় হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। যা বেকার চাকরিপ্রার্থীদের অনেকের দেয়ার সামর্থ্য নেই। আমরা তো এমনিতেই বেকার। এই অবস্থায় এত টাকা পরিশোধ করা কোনভাবেই সম্ভব হয় না। এটি সত্যিই অমানবিক এবং দ্রুতই এই আবেদন ফি কমানো উচিত।’
তিনি বলেন, ‘অনেক আবেদন আছে, যেগুলোতে অনেকেই মেধাবী হওয়া সত্ত্বেও অর্থ অভাবে আবেদন করতে পারছেন না। যারা বিত্তশালী তারা আবেদন করতে পারছেন। যেটি কোনভাবে কাম্য নয়।’
জাহিদ হাসান নামের আরেক চাকরিপ্রার্থী বলেন, ‘এক থেকে দেড় হাজার টাকার চাকরির আবেদন ফি নেয়া সম্পূর্ণ অযৌক্তিক। এটি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’
চাকরির আবেদন ফি চারটি স্তরে রাখার দাবিতে এ আন্দোলনের ডাক দেয়া হয়েছে। এরমধ্যে ৯ম গ্রেডের জন্য আবেদন ফি ২০০ টাকা, ১০ম গ্রেডের জন্য আবেদন ফি ১৫০ টাকা, ১১ থেকে ১৪তম গ্রেডের জন্য আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা এবং ১৫ থেকে ২০তম গ্রেডের জন্য আবেদন ফি সর্বোচ্চ ৫০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।