মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কলেজ | কারিগরি | প্রাথমিক | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার ছুটির তারিখ পরিবর্তন
শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার ছুটির তারিখ পরিবর্তন
সরস্বতী পূজার ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার ছুটি ২৯ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব গোপাল চন্দ্র দাসের স্বাক্ষরিত সংশোধিত ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ২৯ জানুয়ারি সরস্বতী পূজার ছুটি নির্ধারণ করা ছিল। এখন সেটি পরিবর্তন করা হলো।