শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » শিশু কর্ণার » স্কুল থেকে ফেরার পথে দুই শিক্ষার্থীর জিমন্যাস্টিক প্রদর্শন, ভিডিও ভাইরাল
প্রথম পাতা » শিশু কর্ণার » স্কুল থেকে ফেরার পথে দুই শিক্ষার্থীর জিমন্যাস্টিক প্রদর্শন, ভিডিও ভাইরাল
৫৬৯ বার পঠিত
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুল থেকে ফেরার পথে দুই শিক্ষার্থীর জিমন্যাস্টিক প্রদর্শন, ভিডিও ভাইরাল

স্কুল শেষে বাড়ি ফিরছে কোমলমতি শিক্ষার্থীরা। এরই মধ্যে হঠাৎ দুই শিক্ষার্থী রাস্তায় শারীরিক কসরত প্রদর্শন করে।

বলতে গেলে জিমন্যাস্টিকের একটি চমৎকার নমুনা করে দেখায় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আপাতত ভাইরাল সেই ভিডিও।

চলতি মাসের ২৫ তারিখ একটি টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট হয়। এরপরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে যেতে যেতে দুই স্কুল শিক্ষার্থী জিমন্যাস্টিক প্র্যাকটিস করছে। তারা জিমন্যাস্টিকের অন্যতম কঠিন মুভ ব্যাকওয়ার্ড সামারসল্ট করে দেখায়। সেই প্রদর্শনটি দেখে যে কেউ বলবেন, এ বিষয়ে কতটা নিখুঁত ও দক্ষ তারা।

জানা গেছে, ঘটনাটি ভারতের নাগাল্যান্ডের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভিডিওতে তাদের স্কুল ইউনিফর্ম দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন তারা নাগাল্যান্ডের চুমুকেডিমার সরকারি হাইস্কুলের শিক্ষার্থী।

তবে এ দুই কিশোর-কিশোরীর নাম জানাতে পারেননি কেউ।

এদিকে ভিডিও রিটুইট করে ওই দুই শিক্ষার্থীর ব্যাপক প্রশংসা করেছেন অলিম্পিক্সে স্বর্ণজয়ী ভারতের জিমন্যাস্ট নাদিয়া কোমানাচি।

তিনি এই দুই কিশোর-কিশোরীর প্রতিভাকে কাজে লাগাতে দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুকে আহ্বান জানান।

নাদিয়ার সেই আহ্বানে সাড়া দিয়ে কিরেন রিজিজু রিটুইট করেন, এ দুই শিক্ষার্থী খাঁটি প্রতিভা। এ দুজনকে জিমন্যাস্টিক অ্যাকাডেমিতে ভর্তির দায়িত্ব নেব আমি।

ক্রীড়ামন্ত্রীর এমন রিটুইটে অজ্ঞাত দুই খুঁদে জিমন্যাস্টের খোঁজে নেমেছে স্থানীয়রা।

দুই শিক্ষার্থীর সেই জিমন্যাস্টিক প্র্যাক্টিসের ভিডিওটি দেখুন।



আর্কাইভ