মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত
বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন অফিসারদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৬ ও ১৭তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার জিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর । অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, পরিবর্তনশীল সমাজের জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নাই। প্রশিক্ষন কাজের দক্ষতা বৃদ্ধি করে, তাই পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, জ্ঞানই শক্তি, যে কাজ জানে মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে। তিনি আরো বলেন, মাদক পরিবেশ, সমাজ, দেশ ও জাতিকে ধ্বংস করছে তাই সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দূর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
জিটিআই এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. এম. মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডীন কাউন্সিলের আহবায়ক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নূরুল হক, প্রশিক্ষক প্রফেসর ড. মোঃ জিয়াউল হক, কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এম নজরুল ইসলাম এবং প্রফেসর ড. মাছুমা হাবিব, বাকৃবি অফিসার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর। প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে মোঃ জাহিদ খান, নুসরাত আমিন, রমাদাস এবং মোঃ মমিনুল হক।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫০জন নবীন অফিসার ১৬ ও ১৭তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
পরে প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।