অসুস্থ পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ
করোনাভাইরাস প্রতিরোধে অসুস্থ পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর মহাখালী নিজ কার্যালয়ে করোনা বিষয়ে জানাতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, আমাদের আচরণের সামান্য পরিবর্তন ও সতর্কতাই পারে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলা করতে। যদিও আমাদের দেশে এখনও করোনাভাইরাস ছড়ায়নি।
ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। অসুস্থ পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। হাঁচি কাশির সময় সাধারণ শিষ্টাচার মেনে চলতে হবে। দেশে এখনও করোনাভাইরাস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।
এরপরেও কারো মধ্যে করোনা আক্রান্তের লক্ষণ দেখা দেখা গেলে মানুষের সংস্পর্শের বাইরে থাকতে হবে। চীন যাতায়াতে আমরা নিরুৎসাহিত করছি সবাইকে।