শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » চবিতে ৫ টাকার কয়েনে স্যানিটারি ন্যাপকিন
চবিতে ৫ টাকার কয়েনে স্যানিটারি ন্যাপকিন
ছাত্রীদের জন্যে সুখবর। এটি ছিল দীর্ঘ দিনের দাবী। অবশেষে এই দাবী পুরণ হতে চলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দাবী ছিল অনেক দিনের। স্যানিটারি ভেন্ডিং মেশিন প্রতিস্থাপনের ফলে পরিবর্তন আসছে এমন অভিজ্ঞতার। যেখানে ৫ টাকার কয়েন ফেললেই মিলবে একটি স্যানিটারি ন্যাপকিন বা প্যাড। ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও একটি আবাসিক হল থেকে প্রায় ১০ হাজার ছাত্রী সেবাটি নিতে পারবেন। এটি চট্রগ্রাম বিভাগের প্রথম সার্ভিস।
চানাগেছে চবির মার্কেটিং বিভাগের এমবিএ’র শিক্ষার্থী তৌসিফ আহমেদের চিন্তার ফসল এই উদ্যোগ। ফেসবুকে ভারতের স্কুলগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের খবর দেখে তার মাথায়ও আসে এমন চিন্তা।
তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে এটির বাস্তবায়ন নিয়ে ছিল সংশয়। ২০১৯ সালের অক্টোবরে অংশ নেন বহুজাতিক প্রতিষ্ঠান এলজি’র অ্যাম্বাসেডর প্রোগ্রামে। সেখানে আইডিয়া জমা দিলে চারজনের মধ্যে তাঁর আইডিয়াও চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
পুরষ্কার স্বরূপ তার স্বপ্ন বাস্তবায়নে বহুজাতিক প্রতিষ্ঠান এলজি চবিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনে সাড়ে চার লাখ টাকা অনুদান দেয়। আর এর মাধ্যমেই প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের সাটি অনুষদ ও দেশরত্ন শেখ হাসিনা হলে বসানো হচ্ছে এসব ভেন্ডিং মেশিন।