শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
‘কেমিস্ট্রি ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন কেমিস্ট্রি (আইসিআরএসি)। গতকাল শুক্রবার সকালে এ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ও আইসিআরএসি’র সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে এর প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং পৃষ্ঠপোষক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. আবুল করিম এবং বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। আইসিআরএসি’র সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক এতে স্বাগত বক্তব্য দেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক এ সম্মেলনে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান এবং যুক্তরাজ্যের গবেষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ের শতাধিক গবেষক ও শিক্ষক অংশ নিচ্ছেন।