মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড.বি এম ইকরামুল হক ইন্টারন্যাশনাল কনফারেন্সে ‘বেস্ট পেপার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন
কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড.বি এম ইকরামুল হক ইন্টারন্যাশনাল কনফারেন্সে ‘বেস্ট পেপার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. বি এম ইকরামুল হক ভারতের জয়পুরের (রাজস্থান) জেইসিআরসি (ঔঊঈজঈ) ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের আয়োজনে গত ০৮-১০ আগস্ট অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাথমেটিক্যাল মডেলিং, অ্যাপ্লাইড অ্যানালাইসিস এন্ড কম্পিটিশন-২০১৯ (আইসিএমএমএএসি-১৯)’ এ বেস্ট পেপার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। কনফারেন্সে ১৫টি দেশের ৩৫৩টি পেপারের মধ্য থেকে কুয়েটের প্রফেসর ড. বি এম ইকরামুল হকের পেপারকে বিচারকমন্ডলী সেরা ঘোষণা করেন। তার পেপার টাইটেল ছিল “On the analytical approximation of the quadratic nonlinear oscillator by modified extended iteration method”.