মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন | স্বাস্থ্য » জাবিতে করোনাভাইরাস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাবিতে করোনাভাইরাস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনাভাইরাস নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলরুমে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা জানান, করোনাভাইরাসকে গ্লোবালি আতঙ্ক হিসেবে চিহ্নিত করা হলেও চীন ব্যতীত এ পর্যন্ত হংকংয়ে দুই জন ও ফিলিপাইনে এক জন মারা গেছেন।
তবে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। মূলত চীনে বিশেষ করে সাপ জাতীয় সরীসৃপ প্রাণি থেকে এই ভাইরাস মানুষের দেহে সংক্রমণ হওয়ার কথা জানা গেছে।
তবে এই ভাইরাস সংক্রমিত ব্যক্তির কাছ থেকে মাত্র ৬ ফুট দূরত্বের মধ্যে বিস্তার করতে পারে। তাই এই ভাইরাস সংক্রমিত হলে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করলে অন্যদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই খুব থাকে।
সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. তাজউদ্দিন সিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ইন্সিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোসাল মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. ফাহমিদা খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন- ইন্সটিটিউট অব ইপিডিমিয়োলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের টেকনিক্যাল এ্যাডভাইজর ড. মোস্তাক হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. শুভ্রকান্তি দে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।